গাজীপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

অপরাধ

বিশেষ প্রতিবেদক : গতকাল বুধবার ২৯ সেপ্টেম্বর মহানগর গােয়েন্দা বিভাগ, জিএমপি, গাজীপুর এর একটি চৌকস অভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ , ঢাকা মহানগরের শাহবাগ ও পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী ১। মােঃ আসাদুজ্জামান পলাশ (৪০), পিতা-মােঃ এস্কেন্দার আলী, মাতা-আনােয়ারা বেগম, সাং-আমতলী, কাটাখালী, ০৯নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ২। মােঃ অলিউর রহমান (৪০), পিতামৃত তােফাজ্জল হােসেন, মাতা-মােছাঃ ইউনুছা বেগম, সাং-চালিতা বুনিয়া, থানা-মঠবাড়ীয়া, জেলাপিরােজপুর, ৩। মােঃ আঃ হাকিম (৪০), পিতা-মৃত ইউসুফ আলী জমাদার, মাতা-চানবরু, সাংমহেশপুর, ১৪ নং ইউপি, ওয়ার্ড নং-০৬, থানা-বাকেরগঞ্জ , জেলা-বরিশাল, এ/পি-শহীদ রওশন সড়ক, খন্দকার আহসান আলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। রিপন আহাম্মেদ রবিন (৪০), পিতা-মােঃ আমিনুল ইসলাম, মাতা-সুলতানা রাজিয়া, সাং১৬/১/এ কাজীরবাগ, মিয়াজান লেন, (যাত্রাবাড়ীছ গােলাপবাগ মাঠের পাড়ে), থানা-যাত্রাবাড়ী, ঢাকা মহানগর, ঢাকা, ৫। মােঃ কামরুল ইসলাম (৩৬),পিতা-মােঃ সুলতান খলিফা, মাতা-মৃত কুলসুম বেগম, সাং-পাত্রী শিবপুর, থানা-বাকেরগঞ্জ , জেলা-বরিশাল, এ/পি- শহীদ রওশন সড়ক, খন্দকার আহসান আলীর বাসার ভাড়াটিয়া, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৬। মােঃ মােহন চৌকিদার (৫২), পিতা-মৃত আলী আহাম্মেদ চৌকিদার, মাতা-মৃত ময়না বিবি, সাং-পাটুয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, এ/পি-হাসনাবাদ সেন্টার গলির মুখে, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৭।মােঃ বাচ্চু মিয়া (৪৫), পিতা-মৃত ফজলুল করিম, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-দত্তপাড়া, থানাচন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-১নং সেগুন বাগিচা, গণপূর্ত স্টাফ কোয়ার্টার, শাহিনুরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-রমনা, ঢাকা মহানগর, ঢাকা’দেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

আসামীদের হেফাজত হতে উদ্ধার কৃত মালামাল সমুহ যথাক্রমে, ১। লুষ্ঠিত স্বর্নালঙ্কার, সােনা ০৩ ভরি ০৩ আনা, রুপা- ১১ ভরি ০৭ আনা, ২। নগদ ১০,০০০/টাকা, ৩। হ্যান্ডকাফ ০১ জোড়া, ৪। ডিবির জ্যাকেট ০২ টি, ৫। আসামীদের ব্যবহৃত ৭ টি মােবাইল ফোন এবং অপরাধের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী যাহার নম্বর- ঢাকা-মেট্রো-ট-১৯১৫২২ উদ্ধার করা হয়।

উল্লেখ্য আসামীরা গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ী মােড়স্থ উত্তরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে মামলার বাদীর মামাতাে ভাই ও দোকানের কর্মচারীকে গাড়ীতে উঠিয়ে নিয়ে মারধর করে ১৪ ভরি ৭ আনা স্বর্নালংকার ও ১০৭ ভরি রুপার অলংকার, যাহার সর্বমােট মূল্য-১১,৩২,০০০/- টাকা লুণ্ঠন করে।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন মৌচাক এলাকায় রাস্তার পাশে ফেলে যায় । তৎপ্রেক্ষিতে মামলাটি রুজু করা হয়।

এসময়ে মিডিয়া ব্রিফিং এ উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরে আলম, উপ-পুলিশ কমিশনার(ডিবি), রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ কমিশনার(সদর জোন,অতিঃ দায়িত্ব এসি মিডিয়া), আবুসায়েম নয়ন, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) সহ ডিবির পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল সহ অন্যান্য অফিসার ফোর্স ।