মামুন মোল্লা, খুলনা : বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনার সভাপতিত্বে খুলনা জেলা পূজা উদযাপন কমিটির সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলন।
সভার শুরুতে সকল উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা দূর্গা পূজার সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।