শরীয়তপুর জাজিরায় বিট পুলিশিং স্টিকার বিতরণ কর্যক্রমের উদ্বোধন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুর জাজিরা থানাধীন কুন্ডেরচর এলাকায় জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং স্টিকার বিতরণ কর্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান এবং এ সময় জনসাধারণের মাঝে বিট পুলিশিং স্টিকার বিতরণসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের সামনে ও হাট-বাজারে দোকানের সামনে সংশ্লিষ্ট বিট অফিসার, ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগান পুলিশ সুপার।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক, অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, মোঃ সালাউদ্দিন বেপারী, চেয়ারম্যান, কুন্ডেরচর, ইউনিয়ন পরিষদ, জাজিরা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।


বিজ্ঞাপন