মহিবুল্লাহর হত্যার নিন্দা

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, এমপি, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার ন্যাশনালস, এফডিএমএন) ব্যাপকভাবে স্বীকৃত নেতা মহিবুল্লাহর হত্যার নিন্দা জানান।


বিজ্ঞাপন

মহিবুল্লাহ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের একজন সমর্থক ছিলেন।

বাংলাদেশ সরকার জঘন্য অপরাধের তদন্ত এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান অপরাধ, মানব ও মাদক পাচার এবং অস্থিরতার কারণে বাংলাদেশ উদ্বিগ্ন কারণ তাদের বাংলাদেশে অবস্থান দীর্ঘায়িত হচ্ছে।

আমরা মিয়ানমারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যে, রোহিঙ্গাদের (এফডিএমএন) দ্রুততম সময়ে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে।