নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৮নং শাহাজানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামস্থ জনৈক আক্তার হোসেন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা কালে , ৫০০ গ্রাম হেরোইন, (যাহার আনুমানিক মূল্যে ৫০ লক্ষ টাকা) মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি এবং মোটরসাইকেল ০১টি উদ্ধারসহ আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত শাহজাহান আলী, মাতা-মোছাঃ লালমন নেছা, সাং-হাকিমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
