যশোরে দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময়

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : শনিবার ২ অক্টোবর দুপুর ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখার আয়োজনে নীলগঞ্জ মহাশশ্মানে আসন্ন শারদীয় দুর্গা উৎসব-২০২১ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল বলেন, পুলিশ সুপার এর সার্বিক নির্দেশনায় আমরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যেই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে আমরা মন্ডপ গুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারন এই তিনটি পর্যায়ে বিভক্ত করেছি এবং সেই অনুপাতে মন্ডপে অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে।

পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মন্ডপ ও এর আশ-পাশের এলাকা পর্যাপ্ত পরিমান আইন-শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে।

এছাড়া পূজা উদযাপনকালে সড়ক/মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরাসনে এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, শ্রী অসীম কুমার কুন্ডু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোরের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।