রাজশাহীতে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত “বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিওিক প্রশিক্ষণ কর্মসূচি” এর অংশ হিসেবে আজ ২ অক্টোবর সকাল ১০ টায় আরএমপি ট্রেনিং স্কুলে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র সমন্বয় ও পরিচালনায় (২-৭ অক্টোবর ২০২১ পর্যন্ত) পুলিশ কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স (২য় ব্যাচ)” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মোহাম্মদ তারিকুল ইসলাম, মোঃ সাউফউদ্দীন শাহীন উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক), আরএমপি সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

উক্ত কোর্সে আরএমপি, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও সিআইডি সহ মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।