নিজস্ব প্রতিবেদক :২০১২ সালের ২৮ অক্টোবর সাতদিনের সফরে ভারতে গিয়েছিলেন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া।

বেগম জিয়ার সঙ্গে বৈঠকের শুরুতেই শিবশংকর মেনন একান্তে বেগম জিয়ার সঙ্গে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেন।

এরপর একান্ত বৈঠকে মেনন জানতে চান ‘হোয়াটস অ্যাবাউট তারেক রহমান, ইওর সান।’ বেগম জিয়া প্রথমে বুঝতে পারেননি।

তিনি ধারনা করেছিলেন, তারেক জিয়ার স্বাস্থ্যগত খবর জানতেই বোধহয় মেনন এ প্রশ্ন করেছেন।
কিন্তু আস্তে আস্তে তার কাছে পরিষ্কার হয়, তারেকের খবর নয়, বিএনপিতে তার প্রভাব ও ক্ষমতাবলয় সম্পর্কেই জানতে আগ্রহী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।পরে শিবশংকর মেননের সঙ্গে সাক্ষাৎ করেন শমসের মুবিন চৌধুরী।তারা তারেক রহমানকে বিশ্বাস করেন না।
তারেক রহমান ‘বিশ্বাসঘাতক, লোভী এবং মিথ্যাবাদী’ ও বলেন।পরে মেনন মুবিন কে বলেন এই বার্তাটি যেন বেগম জিয়াকে জানিয়ে দেওয়া হয়।