পাঁচলাইশে মাদকাসক্ত ছেলে কর্তৃক পিতাকে মারধরে ঘটনায় পুত্র গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত শুক্রবার ১ অক্টোবর বেলা অনুমান সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) তার বাসার বাথরুমে অজু করার সময় তার মাদক সেবনকারী ছেলে মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) পূর্বের ন্যায় পিতার কাছে মাদক সেবনের জন্য নগদ টাকা চায়।


বিজ্ঞাপন

মামলার বাদী মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) মাদক সেবনের জন্য নগদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ছেলে তাকে এলোপাথারিভাবে কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়।

একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখম হন।

আহত অবস্থায় তার চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে আসলে তার ছেলে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এই ঘটনা সম্পর্কে বাদীর অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাঁচলাইশ থানাধীন বাদীর বাসায় অভিযান পরিচালনা করে গতকাল শনিবার ২ অক্টোবর মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা সম্পর্কে স্বীকার করে।