নিজস্ব প্রতিনিধি : রবিবার ৩ অক্টোবর শিরোমনি পুলিশ লাইন্সে খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হহয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত প্যারেডে তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) খুলনা সালামী গ্রহন করেন।

এসময় তিনি প্যারেডে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের নিত্য ব্যবহার্য সরকারী মালামালের গুনগতমান যাচাই করেন এবং তাদের টার্ন আউট পর্যবেক্ষণ করেন।
প্যারেডে আরো উপস্থিত ছিলেন এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), খুলনা।
পরিশেষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের পর সমাপনী সালামীর মাধ্যমে প্যারেড সমাপ্ত হয়।