নিজস্ব প্রতিনিধি : জলঢাকা পুলিশ কর্তৃক মোটরসাইকেল আরোহী ও চালকদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও চকলেট বিতরণের মাধ্যমে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম, বিপিএম এর নির্দেশে সমগ্র নীলফামারীর জেলায় একযোগে শুরু হয়েছে হিলমেট বিহীন বাইক চালক ও দুই জনের বেশি মোটরসাইকেলের আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান।
তবে মানবিক পুলিশ সুপার দূরদর্শী ভাবনা থেকে সিদ্ধান্ত এসেছে, প্রথম তিনদিন সচেতনতামূলক কার্যক্রম চলবে,সেই ধারাবাহিকতায় সচেতন মূলক কার্যক্রমের আজ তৃতীয় দিন।
পরবর্তীতে আইন অমান্যকারী ব্যক্তিও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
রবিবার ৩ অক্টোবর জলঢাকা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, জলঢাকা ট্রাফিক বিভাগ, নীলফামারী সহ অন্যান্য অফিসার- ফোর্স নিয়ে জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখেন।
এসময় তারা হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের মাঝে গোলাপফুল ও চকলেট বিতরন করেন।