নড়াইলে তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

সৈয়দ রমজান, নড়াইল : নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের জিওবি অংশের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় জেলা তথ্য অফিসার মো. ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: নাসিমা আকতার। এছাড়া বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় ইমাম, কাজী, স্কুল-কলেজের শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ।

দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, করোনাকালীন গর্ভবতী নারীর পরিচর্যা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, করোনাকালীন শিক্ষা ব্যবস্থা, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ সর্বোপরি সমাজের সকল স্তরের জনগণকে অংশগ্রহণমূলক ভূমিকার মাধ্যমে বিদ্যমান সংকট ও সমস্যা উত্তোরনের জন্য প্রচেষ্ঠা চালাতে আহব্বান জানান।