কেএমপির সোনাডাঙায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ (তিন) বোতল বিদেশ SCOTCH WHISKY, যার ওজন ৩ (তিন) লিটার ও ৫ (পাঁচ) টি কালো রংয়ের BELGIAN BEER ক্যান সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মঙ্গলবার ৫ অক্টোবর রাত্র ১ টা ৪০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতী শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোডস্থ হোল্ডিং নং-২২ এর ২য় তলায় আসামীর শয়ন কক্ষের উত্তর পশ্চিম কোনার মেঝ হইতে মাদক ব্যবসায়ী ইশতিয়াক পারভেজ রুদ্র (২৩) পিতা-মোঃ মিজানুর রহমান@লাভলু, সাং-হোল্ডিং নং-২২, শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড, বানরগাতী, থানা- সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা এর হেফাজত হইতে ৩ (তিন) বোতল বিদেশী SCOTCH WHISKY (প্যাকেট সহ), যাহার প্রতিটি বোতলের লেবেলে ইংরেজীতে JOHNNIEএশটাব্লীষেড WALKER RED LABEL BLENDED SCOTCH WHISKY ESTABLISHED 1820 DISTILLED BLENDED & BOTTLED IN SCOTLAND 40% VOL ইত্যাদি লেখা যাহার প্রতিটি বোতলের ওজন ১ লিটার করে সর্বমোট (০১×০৩)=০৩ (তিন) লিটার, প্রতিটি বোতলের মূল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা করে সর্বমোট মূল্য (৬০০০×০৩)=১৮,০০০/-(আঠারো হাজার) টাকা, ৫ (পাঁচ) টি কালো রংয়ের BELGIAN BEER ক্যান, যাহার গায়ে ইংরেজীতে black devil ALC 16% VOL. e 33 CL MADE IN BELGIUN ইত্যাদি লেখা যাহার প্রতিটি ক্যানের ওজন ৩৪০ গ্রাম করে সর্বমোট (৩৪০×০৫)=১৭০০ গ্রাম এবং প্রতিটির ক্যানের মূল্য অনুমান ১,০০০/-(এক হাজার) টাকা করে সর্বমোট (১০০০×০৫)=৫,০০০/-(পাঁচ হাজার) টাকা এবং একটি লাল ও ছাই রংয়ের ট্রাভেল ব্যাগসহ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৭, তাং- ৫ অক্টোবর, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/ খ রুজু করা হয়েছে।