নড়াইল জেলায় চলছে পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচ

অপরাধ

সৈয়দ রমজান, নড়াইল : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫ টি ভেন্যুতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে গত ২ অক্টোবর ২য় ব্যাচের ৫ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।


বিজ্ঞাপন

এই কর্মসূচির অংশ হিসাবে নড়াইল জেলায়ও শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। চলমান প্রশিক্ষণ কর্মসূচির ১ম দিন।


বিজ্ঞাপন

প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসাবে ভোর ৬ টা ১৫ মিনিটে পিটির (শক্তি বর্ধক ব্যায়াম) মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

এরপর ধারাবাহিকভাবে প্যারেড (মার্চিং এন্ড রানিং), ল-ক্লাস, নাইট ক্লাস এবং রাত্রিকালীন রোল কলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের শুভ উদ্বোধন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস. এম. কামরুজ্জামান এবং প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থী বৃন্দ।

পুলিশ সুপার উদ্বোধনীর প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ড্রেসকোড অনুসরণ করা, পড়াশোনায় মনোযোগী হওয়া, প্রশিক্ষণের ডিসিপ্লিনের যেন কোনরকম ব্যত্যয় না ঘটে এমন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।