ফুলতলায় গৃহীনিদের নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উঠান বৈঠক

অপরাধ

মামুন মোল্লা, ফুলতলা : নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার ৫ অক্টোবর, ফুলতলা উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় খুলনা কর্তৃক খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য অফিসার, জনাব সুরাইয়া সাইদুন নাহার নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মেনে নিরাপদ খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং পরিবেশনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


বিজ্ঞাপন

এছাড়া তিনি নিরাপদ পানি, নিরাপদ খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও আলোচনা করেন।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তিনি গৃহিণীদের নিরাপদ মাছ উৎপাদন এবং নিরাপদ খাবারের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।