মো. সুমন হোসেন, যশোর : গত ১৫ জুলাই ২০২০ তারিখ দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন কলেজপাড়া সাকিনে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, পিতা-বাবলুর রহমান বাড়ীর গ্রীল কেটে ২ টি মটরসাইকেল ইয়ামাহা এফজেটএস ভার্সন-২ ( মেডব্লাক ও নীল রং) অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2025/02/Final-____OK.png)
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ২১ তাং ১৭ জুলাই ২০২০ , ধারা -৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
মামলাটি ডিবিতে তদন্তের ভার দিলে ডিবি’র এসআই আরিফুল ইসলাম তদন্তভার গ্রহণ করে গোপনতথ্যের ভিত্তিতে ইতিপূর্বে ২৯ জানুয়ারী ২০২১ পিরোজপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা মেড ব্ল্যাক কালারের ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ মটরসাইকেলটি উদ্ধারসহ ১ জন আসামী গ্রেফতার করে এবং তদন্ত অব্যাহত রাখে।
তদন্তের ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এঁর দিক নির্দেশনায়
২৩ সেপ্টেম্বর বরিশাল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ১ জন আসামী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মনিরুজ্জামান @ জামালকে গ্রেফতার ও ৫টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেল উদ্ধার করে আদালতে রিমান্ডের আবেদনসহ সোপর্দ করেন।
আদালত ১ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে ৪ অক্টোবর তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ টিম বরিশাল ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযানকালে তদন্তে প্রাপ্ত আসামী আঃ রশিদ পুলিশের উপস্থিতি টের পেয়ে অত্র মামালার অনুদ্ধারকৃত অপর আরেকটি ইয়ামাহা মটর সাইকেল এফজেডএস ভার্সন-২ মির্জাগঞ্জ থানাধীন কলেজ মোড়ে ফেলে রেখে পলায়ন করলে সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়।
দীর্ঘ ১ বছরের অধিক সময়ের চুরি যাওয়া মটরসাইকেল পেয়ে বাদী নাসির হোসেনের পুত্র শিশু আনন্দিত হয়।