মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মৌলভীবাজার কর্তৃক মঙ্গলবার ৫ অক্টোবর, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মেহেদী হাসান ,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব ও শিক্ষা)। এসময় তিনি নিরাপদ খাদ্যের বাস্তবিক দিক নিয়ে আলোকপাত করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে মোহাম্মদ ফজলুর রহমান,জেলা শিক্ষা অফিসার,মৌলভীবাজার ছাত্রদেরকে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম ফারুক আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন।

শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, খাদ্য সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।।
সূচনা ফাউন্ডেশন মৌলভীবাজার অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।