কোভিট-১৯ টিকা নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য

বিশেষ প্রতিবেদক : বুধবার ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এম পি’র উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় সভাপতিত্ব করেন, অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য টিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে টিকা প্রদান নিরবিচ্ছিন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘কোভিড ভ্যাকসিনের সাথে সিরিঞ্জের সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন কাজ তদারকির বিষয়ে মহাপরিচালক কে তিনি ৭টি মনিটরিং সেল গঠন করে সাপ্তাহিক ভিত্তিতে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেন।

সরকারী ক্রয় প্রক্রিয়া অনুসরণে সকল অপারেশনাল প্ল্যানের ক্রয় কার্যক্রম সম্পাদনের নির্দেশ দেন। ডিপিসি’র মাধ্যমে শূন্য পদ পূরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সভায় সকল পরিচালক ও লাইন ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন।