নিরস্ত্র পুলিশ পরিদর্শক’দের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার, ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশালে নিরস্ত্র পুলিশ পরিদর্শক’দের অফিসার ইনচার্জ পদে পদায়ন এর জন্য ৭ অক্টোবর হতে ১৯ অক্টোবর, ২০২১ পর্যন্ত ১৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত ওরিয়েন্টেশন কোর্স এর দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী দিনে গেস্ট লেকচারার হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার ।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের থানায় অফিসার ফোর্সদের যথাযথভাবে পরিচালনার মাধ্যমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশি সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ নানান ক্ষেত্রে অফিসার ইনচার্জ এর দায়িত্ব-কর্তব্য ও ভূমিকা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ , রেঞ্জ ডিআইজি বরিশাল কার্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও প্রশিক্ষণার্থী গণ।