নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলায় আগামীকাল অনুষ্ঠিতব্য পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২১ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সংক্রান্তে ইনভিজিলেটরগণের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সরদার রকিবুল ইসলাম, বিপিএম(সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা ও সভাপতি বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্র।
অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত ইনভিজিলেটরগণের উদ্দেশ্যে শুক্রবারে অনুষ্ঠিতব্য পরীক্ষা সংক্রান্তে বিভিন্ন প্রকার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরীক্ষার গ্রহণের সময় অধিকতর সর্তকতা পালনের নির্দেশ দেন এবং একই সাথে একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষে সকলকে নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং শেষে সকল ইনভিজিলেটরগণকে নিয়ে পরীক্ষার কেন্দ্র পরির্দশন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা সাব-কমিটির সদস্য মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার, ঝিনাইদাহ, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার(এস্টেট এন্ড ওয়েলফেয়ার), রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা মোঃ মাহবুবুল করিম, এআইজি(পার্সোনাল ম্যানেজমেন্ট-৩), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা , মোঃ শাহরিয়ার আলী, কমান্ড্যান্ট, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যশোর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল ইনভিজিলেটরগণ।