ফেনীতে ২০০ গ্রাম আইসসহ যুবক গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ফেনীতে ২০০ গ্রাম ‘মেথামফিটামিন’ মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’সহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. সাব্বিরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছে খবর পেয়ে তাদের একটি দল ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
সেখানে এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে ওঠার সময় সাব্বিরকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সাব্বিরের দেহ তল্লাশি করে প্যান্টের ভেতরে পায়ের সঙ্গে টেপ দিয়ে আটকানো অবস্থায় ২০০ গ্রাম আইস পান বলে জানান আব্দুল হামিদ।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ওই পরিমাণ মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, “আটক সাব্বিরের কাজ ছিল মাদকের চালান ঢাকায় পৌঁছে দেওয়া।
ঢাকায় কোথায় কার কাছে সে ওই আইস নিয়ে যাচ্ছিল তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।”

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, আইসসহ সাব্বিরকে থানায় হস্তান্তর করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলা দায়ের করে।

সাব্বিরের পাশাপাশি কাউসার নামে এক ব্যক্তিকে সেখানে আসামি করা হয়।

সাব্বিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “কাউসারকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”