নবজাতক উদ্ধার ও ৩ জন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : গত ২ অক্টোবর প্রসবের পর নবজাতক অসুস্থ হলে চিকিৎসার জন্য নবজাতকের মা তানিয়া বেগম ও নানী রাবেয়া খাতুন নবজাতক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালে শিশু ওয়ার্ড ৩২, বেড-১২তে ভর্তি করে।
এসময় চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার ৫ অক্টোবর সকাল অনুমান ১০ টা হতে দুপুর অনুমান ১ টার মধ্যে যে কোন সময়ে নবজাতককে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। বাদীনির এ অভিযোগের ভিত্তিতে পাচঁলাইশ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এ সংক্রান্তে এস আই দীপক দেওয়ানের নেতৃত্বে পাচঁলাইশ থানার টিম তদন্তপূর্বক উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবজাতকের নানী মোছাঃ রাবেয়া খাতুন (৩২) কে গ্রেফতার করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন ফতেহাবাদ থেকে মোঃ হারুন ও মোছাঃ মনোয়ারা বেগমদ্বয়ের হেফাজত হতে নবজাতককে গত বুধবার ৬ অক্টোবর উদ্ধার করেন।
এই সংক্রান্তে মোঃ হারুন (৫৫), মনোয়ারা বেগম(৩৭) ও মোসাঃ রাবেয়া খাতুন(৩২) দেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত নবজাতক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।