নিজস্ব প্রতিনিধি : রবিবার ১০ অক্টোবর সকাল ১০ টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে এবং কল্যাণ সভায় ভালো কাজের জন্য মানদন্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্য দের পুরস্কৃত করলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
কল্যাণ সভায় পুলিশ সুপার বলেন, কল্যাণ সভা হলো পুলিশ সদস্যদের মতামত ব্যক্ত করার জায়গা, এখানে পুলিশ সদস্যদের ছুটি, ওয়েলফেয়ার, সুবিধা -অসুবিধা সহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়।
এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানের জন্য সকলকে আশ্বস্ত করেন।
এছাড়াও তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভা শেষে সেপ্টেম্বর ২০২১ ইং মাসের বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল পুলিশ অফিসার ও ফোর্সগণ শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন, পুলিশ সুপার তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত অফিসার ও ফোর্সগণ হলেন, মাদক উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার লোহাগড়া থানার এসআই কাজী বাবুল হোসেন; গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ অফিসার এ এস আই মোঃ কামাল হোসেন; নড়াইল সদর থানার শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিঃ) শোভন কুমার নাগ, লোহাগড়া থানার শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিঃ) পিয়াস কুমার সাহা, কালিয়া থানার শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, নড়াগাতি থানার শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন, নড়াগাতী থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের জন্য শ্রেষ্ঠ অফিসার এস আই (নিঃ) নাজমুল হাসান, লোহাগড়া থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এ এস আই (নিঃ) ফিরোজ ইকবাল, আদালতের কাজের জন্য শ্রেষ্ঠ অফিসার এ এস আই (নিঃ) সাধন কুমার পাল ও কনস্টেবল মোঃ জসিমউদদীন, জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ অফিসার পুলিশ পরিদর্শক মোঃ মোকাদ্দেস হোসেন এবং ওয়াচার কনস্টেবল মোঃ জিয়াউল হক, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলা বিশেষ শাখার প্রধান সহকারী মোঃ মোকাম্মেল হোসেন ও পুলিশ অফিসের প্রধান সহকারী সমীর কৃষ্ণ কুণ্ডু, শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার সার্জেন্ট মোঃ জসিম রানা, পুলিশ লাইনের শ্রেষ্ঠ অফিসার এসআই মোঃ ইকবাল হোসেন ও কনস্টেবল মোঃ রাকিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস এম কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স।