কিশোরগঞ্জে গ্রীল কাটা চোর গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মো. শাহাদাত হোসেন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, কিশোরগঞ্জ জেলা (ইউনিট ইনর্চাজ) এর তত্ত্বাবধানে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী শামীম মোল্লা(৩২), পিতা-রত্তন মোল্লা, সাং-ছোট কৈবর্তখালী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে গত ১০ অক্টোবর রাত সাড়ে ৯ টায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন ভান্ডারিয়া বাজারস্থ এসএ মোবাইল পয়েন্ট এর সামনের রাস্তা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে অত্র মামলার চোরাই মাল ১ টি মোবাইল হ্যান্ড সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


বিজ্ঞাপন

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনা ও ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। উক্ত আসামীকে ১১ অক্টোবর ২০২১তারিখে আদালতে প্রেরন করা হয়।

তানভীর আহমেদ(৩৫), পিতা-মোঃ শহিদুল্লাহ, সাং-পুরান থানা(শাহী কলোনী), থানা ও জেলা-কিশোরগঞ্জ, গ্রামীন ফোনের অনুমোদিত ডিস্ট্রিবিউটর তানাজ এন্টারপ্রাইজ-২, ক্যাসেল লুৎফা ভবন বঙ্গবন্ধু স্মরণী হোসেনপুর, কিশোরগঞ্জ ডিস্ট্রিবিউশন ম্যানেজার, গত ৫ জানুয়ারি ২০২১ তারিখ হোসেনপুর থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ, হোসেনপুর থানা সূত্রোক্ত মামলাটি রুজু করতঃ এসআই/ মনির হোসেন এর উপর তদন্তভার অর্পন করেন।

থানা পুলিশ দেড় মাস তদন্ত করার পর ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে তদন্ত পায় পিবিআই।

৪ জানুয়ারী২০২১ তারিখ রাত অনুমান ১০ টা হতে ৫ জানুয়ারী ২০২১তারিখ সকাল অনুমান ৯ টা ১৫ মিনিটের মধ্যে উপরোক্ত অফিসের ২য় তলা রুমে অজ্ঞাতনামা চোর/চোরেরা সঙ্গোপনে জানালার গ্রীল কেটে প্রবেশ করে তালা ভেঙ্গে ভোল্ট ও আলমীরা হতে নগদ টাকা, স্ত্র্যাচ কার্ড, ৩ টি মোবাইল সেটসহ সর্বমোট ১৯,৮৯,৫২৪/- টাকার মালামাল নিয়ে যায়।