শারদীয় দুর্গাপুজার মহাসপ্তমীতে পূজামন্ডপ পরিদর্শন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১২ অক্টোবর, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে জেএমসেন হল পূজা মন্ডপ ও রাজাপুকুর লাইন পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।


বিজ্ঞাপন

এসময় তিনি উপস্থিত জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মন্ডপে আগত দর্শনার্থীদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও মিস্টি প্রদান করেন।


বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপুজা ২০২১ উপলক্ষে সার্বক্ষণিক নিরাপত্তা মূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

প্রতিমা বিসর্জন পর্যন্ত পোষাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরবর্তীকালীন সময়ে পূজা উদযাপন কে কেন্দ্র করে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

পুলিশ কমিশনার শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগরীর পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।