নোয়াখালীতে দুদকের মামলায় সাবেক পেশকারের কারাদণ্ড

অপরাধ আইন ও আদালত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় নোয়াখালী জেলা জজ কোর্টের সাবেক পেশকার ফজলুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।


বিজ্ঞাপন

একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে দুদকের বিশেষ জজ এএনএম মোরশেদ খান এ রায় দেন।


বিজ্ঞাপন

মামলা পরিচালনাকারী দুদকের পিপি আবুল কাশেম সংবাদ মাধ্যম কে জানান, ফজলুল হক জেলা জজ কোর্টে পেশকার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২০১৪ সালে তার স্ত্রী গৃহিনী দেল আফরোজের নামে থাকা ৫ কোটি ২৭ লাখ টাকার সম্পত্বির হিসাব ও চাকরি ছাড়া তার আয়ের উৎস জানতে চেয়ে দুদক থেকে নোটিশ করা হয়।
কিন্তু ফজলুল হক দুদকের কাছে সম্পত্বির হিসাব দাখিল করতে পারেনি।

ঘটনায় তৎকালীন দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক নিরাপদ স্বর্ণকার বাদী হয়ে ফজলুল হককে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করেন।

পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে ও পেশকার পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে চাকরিচ্যুত করা হয়। গত মঙ্গলবার বিকালে জেলা বিশেষ জজ কোর্টের মামলাটি রায় দেন দুদকের বিশেষ বিচারক এএনএম মোরশেদ খান।

অভিযোগ প্রমাণ হওয়ায় ফজলুল হককে তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।