প্রসংগ সেজান জুস ফ্যাক্টরিতে আগুন : মানুষের জীবনের আদৌ কোনো মূল্য আছে?

জাতীয় জীবন-যাপন

আজকের দেশ রিপোর্ট : নারায়নগঞ্জের সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫২ জন শ্রমিক নিহত, আহত অগণিত, বেশিরভাগ নিখোঁজ।


বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ভাষ্যমতে ছাদে ওঠার গেটে তালা মারা ছিল, শ্রমিকরা ছাদে উঠতে ব্যর্থ হয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

এখানে কয়েকটা প্রশ্ন থেকে যায়, আগুন লেগেছে গতকাল বিকেল পাঁচটায়। আমাদের দেশের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আজ বিকেল দুইটায়। ২২ টা ঘন্টা। এই যদি হয় আমাদের জীবনের নিরাপত্তার অবস্থা? কোন জগতে বাস করি আমরা?

শ্রমিক ছিল ১ হাজার। জীবিত এসেছে ৭০ জন। লাশ পাওয়া গেছে ৫০ জনের। তাহলে বাকি শ্রমিকগুলো কি ভূত হয়ে গেল?

নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা এসেছে! আহতরা পাবেন ১০ হাজার টাকা করে।

এই হলো গরিবের জীবনের মূল্য। মাত্র ২৫ হাজার টাকায় আমাদের জীবন কেনাবেচা হচ্ছে এদেশে!

শুনলাম, গত চার মাসের বেতন ওভারটাইম দেয়া হয়নি। তারমধ্যে এই বিপদ। নিহত গরিব শ্রমিকদের পরিবারের অবস্থা কী দাঁড়িয়েছে, একবার ভাবতে পারেন?

বিচার বলতে তদন্ত কমিটি গঠন, কিছু নগদ টাকা হাতিয়ে নেয়া, তারপর আবার স্বাভাবিক অবস্থা।

কত মায়ের চোখের পানি, কত ভাই বোনের নির্ঘুম রাত আর কত সন্তানের অব্যক্ত বেদনা জড়িয়ে থাকবে এই ট্রাজেড়িতে, তা তো কেবল উপরওয়ালাই জানেন।