নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতে ইসলামীর ভেতরে মধুর বন্ধন রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুটি দল একে অন্যের ওপর নির্ভরশীল। রোববার ঢাকা ইউনিভার্সিটি ল’ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘স্বপ্ন ও সম্ভবনার স্ফূলিঙ্গ-শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা ও মেধা বৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণের এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটি।
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বলে বিএনপি জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, জামায়াত আর বিএনপির ভেতরে ভেতরে যে পিরিতি, এই বন্ধন কোনো দিন ছিন্ন হবে না। জামায়াত ছাড়া বিএনপি অচল এটা প্রমাণ হয়ে গেছে। কাজেই জামায়াতকে নিয়েই তারা অগ্রসর হবে। আর জামায়াতেরও বিএনপি ছাড়া নির্ভরযোগ্য কোনো ছাতা নেই, যার নিচে তারা আশ্রয় নেবে।’
তিনি বলেন, ‘সব সাম্প্রদায়িক শক্তির ঠিকানা একটা, সেটা হচ্ছে বিএনপি।’
পঁচাত্তরের হত্যাকা- একাত্তরের পরাজয়ের প্রতিশোধ মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরে যারা পরাজিত হয়েছিলো তারাই এই হত্যাকা- করেছিলো দেশ-বিদেশের নীল নকশায়। বাংলাদেশের জন্মের চেতনায়, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা আঘাত এনেছিলো।’
‘সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর বিষবৃক্ষ ডালপালা বিস্তার লাভ করেছে। এদের ডালপালা আজ অনেক দূর চলে গেছে। এদের শেকড়ও অনেক গভীরে চলে গেছে। মাঝে মনে হয় নিষ্ক্রিয়, কিন্তু আসলে এরা সক্রিয়। সুযোগ পেলেই ছোবল মারে। এই সাম্প্রদায়িক অপশক্তি বিষধর সাপ। সুযোগ পেলেই ছোবল মারবে, তার প্রমাণ এবার দুর্গাপুজা।’
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকারের ১৩ বছরে ১২টি দুর্গাপূজা হয়েছে। এই ১২টিতে প্রতিবার ৩০ থেকে ৩৫ হাজার পুজাম-প হয়েছে। কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা ঘটতে পারে বিবেচনায় নিয়ে আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিলো। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছর বেশ কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধন হবে। এটা বিএনপির অন্তর্জ্বালার কারণ। এটাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহের কারণ। এগুলো উদ্বোধন হলে তারা চোখে অন্ধকার দেখবে। তারা সরকারের উন্নয়ন দেখে না।’
আওয়ামী লীগের সভপতিম-লীর সদস্য মতিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে।