দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৪টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী আঞ্চলিক পাসপাের্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের পাসপাের্ট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর-এর সহকারী পরিচালক কমলেশ মন্ডল-এর নেতৃত্বে রবিবার ১৭ অক্টোবর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক টিম সরেজমিনে পাসপোর্ট অফিস পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে এবং এ বিষয়ে তাদের প্রদানকৃত বক্তব্য রেকর্ড করে। দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সরবরাহ করার নির্দেশনা প্রদান করেছে দুদক টিম।
উক্ত নথিপত্র প্রাপ্তি সাপেক্ষে তথ্য-প্রমাণ যাচাইপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৩ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।