অনির্বাণ (আয়ুর্বেদিক) ওষুধ কোম্পানিতে কি তৈরি হচ্ছে?

অপরাধ স্বাস্থ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকটি ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ, ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত ও বাজার জাতের অভিযোগ দীর্ঘদিনের।


বিজ্ঞাপন

এই সব ইউনানি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ওষুধের ব্যানারে কালার ফ্লেভার ও কেমিকেল ব্যবহার পূর্বক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করছে ফলে এই সব ওষুধ সেবনে জনগণের কোন উপকার হচ্ছে না। উপোরন্ত জনগণ বিরুপ প্রতিক্রায়ার শিকার হয়ে নানা রকম শারীরিক জটিলতায় ভুগছে। এই অভিযোগ স্বাস্থ্য সংশ্লিষ্ট ও ভুক্তভোগি মহলের একাধিক সূত্রের।
যে সকল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ, অন-অনুমোদিত, ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজার জাতের অভিযোগ পাওয়া গেছে, এর মধ্যে শিরিন ল্যাবরেটরীজ (ইউনানী), গ্রেন প্লাস ফার্মাসিউটিক্যালস (ইউনানী), সবুজ ফার্মাসিউটিক্যালস (ইউনানী), অনির্বান মেডিসিনাল ইন্ডাস্ট্রীজ (আয়ু), জেনেসিস ফার্মাসিউটিক্যালস (আয়ু), দিহান ফার্মাসিউটিক্যালস (আয়ু), এবং এসএস ফার্মাসিউটিক্যালস (ইউনানী) অন্যতম।
আজ অনির্বান মেডিসিনাল ইন্ডাসট্রীজ (আয়ু) এর রিপোর্ট প্রকাশিত হলো, অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজ কেরানীগঞ্জ, ঢাকা এর কারখানা পূর্বে জুরাইন আবাসিক ভবনে থাকায় এবং ভেজাল ও নিম্ন মানের ওষুধ উৎপাদন ও বাজারজাত করার দায়ে র‌্যাবের ভ্রাম্যমান আদালত বেশ কয়েক বার হানা দেয়। গত বছর র‌্যাবের ভ্রাম্যমান আদালত অনির্বান মেডিসিনাল ইন্ডাস্ট্রীজ (আয়ু) এর কারখানায় নকল ভেজাল বিরোধী এক অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত অনির্বানের কারখানায় গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা রকম অনিয়ম দেখতে পায়, ফলে উক্ত কোম্পানীকে ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা জরিমানা করে। উক্ত কোম্পানির উৎপাদিত রুচি ও ক্ষুধাবর্ধক ঔষধ রোচক (উপশম) ৪৫০ মিলি সিরাপ,বলবীর্যবর্ধক টনিক মিছাকী ( মৃতসঞ্জীবনী) ৪৫০ মিলি সিরাপ, কফ নিঃসারক ফিকফ ২২৮ মিলি সিরাপ, এনিসিড (আমলকী রসায়ন) ৪৫০ মিলি সিরাপ, স্পার্মমোভিট ৪৫০ মিলি ভিটামিন সিরাপসহ উক্ত কোম্পানির যৌন উত্তেজক ও ভিটামিন সিরাপ ট্যাবলেট ও ক্যাপসুল সমুহের নমুনা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরিক্ষা করলে উক্ত কোম্পানির উৎপাদিত ঔষধ সমুহে মানব দেহের উপর ভয়ংকর প্রতিক্রিয়া ফেলে এমন সব কেমিক্যাল ব্যাবহারের বিষয়টা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট একটি সুত্রের ধারণা। এ বিষয়ে অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজ (আয়ুর্বেদিক) এর মালিক ডাঃ সেলিম মোঃ শাহজাহান এর বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ না করায় তার কোন বক্তব্য প্রকাশিত হলো না।


বিজ্ঞাপন