নিজস্ব প্রতিনিধি : অগ্নিনির্বাপন বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও এ সংক্রান্ত ক্ষয়ক্ষতি হ্রাসকরণের লক্ষে শনিবার ২৩ অক্টোবর পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং খুলনা জেলা পুলিশের বিশেষ অগ্নিনির্বাপন মহড়া ও কুইক রেসপন্স অনুশীলন অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর), খুলনা, এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), খুলনা, মোঃ নজরুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার, টুটপাড়া, খুলনাসহ অনেকে।
এসময় উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ দেয়া হয় এবং অগ্নি নির্বাপন সামগ্রীর উপর ব্রিফিং প্রদান করা হয় একইসাথে জরুরী পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা ও প্রাথমিক চিকিৎসার উপর বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।