বগুড়ায় খাদ্য আইন বিধি, প্রবিধানমালা প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড -১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ২৪ অক্টোবর রবিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, শিবগঞ্জের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, বিভিন্ন খাদ্যশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ” নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার, অতিরিক্ত পরিচালক (উপসচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেমিনারের সভাপতিত্ব করেন উম্মে কুলসুম সম্পা, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, বগুড়া।

এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, বগুড়া এর নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং কর্তৃপক্ষের সহকারী পরিচালক তানজীম আহাম্মদ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 18 News Views