বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ অক্টোবর)“অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্ট”এর কারিগরি ও আর্থিক সহায়তায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)এর বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক,সরিষাবাড়ী থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ, কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর ট্রেইনার রফিকুল ইসলাম,সমন্বয়কারী মিজানুর রহমান,টেকনিক্যাল অফিসার শাহনাজ পারভীন ও মাহমুদা খাতুন প্রমুখ।


বিজ্ঞাপন