ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০৪ প্রতিষ্ঠানকে ৭,৪৩,০০০ টাকা জরিমানা

বানিজ্য

বিশেষ প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর গুলশান-১ ও গুলশান-২ এলাকায় অধিদপ্তরের ৪টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম, মূল্য তালিকা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। এসময় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পাশাপাশি সুপারশপ ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসী ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অননুমোদিত খাদ্যপণ্য ও ঔষধ সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।

ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৪১টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৪ টি প্রতিষ্ঠানকে ৭,৪৩,০০০ (সাত লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।


বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও ভোক্তা সহনীয় রাখতে সারাদেশে অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোক্তা স্বার্থ সমুন্নত রাখতে নিত্যপণ্যসহ অন্যান্য সকল পর্যায়ের ব্যবসায়ীদের আইন মেনে ও নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনার আহবান জানান তিনি।

মুন্সীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা : মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও গুয়াগাছিয়া বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

বিসমিল্লাহ হাইওয়ে রেস্তোরাঁ তে মনিটরিং কালে দেখা যায় যে, খাবারের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাছ মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে। রেস্তোরাঁ টিকে ১৫০০০ জরিমানা করা হয়।

গুয়াগাছিয়া এলাকায় অবস্থিত রুট ফুড এন্ড কনজুমার প্রোডাক্ট ফ্যাক্টরি তে মনিটরিং কালে দেখা যায় যে, কর্মীরা গ্লাভস না পড়ে খালি হাতে খাদ্য দ্রব্য প্রস্তুত ও মোড়কজাত করছেন, ফ্যাক্টরি তে কর্মীদের হাত ধোয়ার কোন ব্যবস্থা নেই। ফ্যাক্টরির ভিতরের পরিবেশ অপরিচ্ছন্ন। প্রতিষ্ঠান টিকে ৫০০০ জরিমানা করা হয়।

মোট ২টি প্রতিষ্ঠানকে ২০,০০০ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

👁️ 4 News Views