বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

অপরাধ

বিশেষ প্রতিবেদক : নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় সম্প্রতি বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযানকালে বিএসটিআই আইন’২০১৮ অনুসারে বাধ্যতামূলক “টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প (ব্র্যান্ড: কিলিন, বিদ্যুৎ স্টার, সেবা রেগুলার, গাজী, গাজী-১, তাজ, সাহেদ সুপার, সিনহা সুপার, ইত্যাদি)” পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতীত মোড়কে মানচিহ্ন ব্যবহার করে ও লাইসেন্স ব্যতীত বিভিন্ন বাজারজাতকারক প্রতিষ্ঠানের সরবরাহকৃত মোড়কে মানচিহ্ন ব্যবহার না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় বিসমিল্লাহ ইলেকট্রিক ল্যাম্প কোং, ১৬০, মাতুয়াইল, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়েছে। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে।

আদালত উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করে।
এছাড়া একই এলাকায় পণ্যটির আরো ১টি প্রতিষ্ঠানের চলমান কারখানা পরিদর্শন বন্ধ পাওয়া যায়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার আফসানা হোসেন দায়িত্ব পালন করেন, আদালতকে সাহায্য করেন ফিল্ড অফিসার মোঃ আসিফ খান।