গুলশানে আবাসিক ভবনে আগুন

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় পিংক সিটি শপিং মলের পাশের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এক ঘণ্টা পর বেলা ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান। এর আগে বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
রায়হান বলেন, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার ঘটনায় এখনো কোন হতাহতের খবর তথ্য নেই। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেচগে এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়।


বিজ্ঞাপন