নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড -১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বুধবার মাদারীপুর জেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন, মাদারীপুরের সহযোগিতায় জেলা প্রশাসক, মাদারীপুর- এঁর সম্মেলন কক্ষে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, বিভিন্ন খাদ্যশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ” নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাউছারুল ইসলাম শিকদার, অতিরিক্ত পরিচালক ( উপসচিব), পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সেমিনারের সভাপতিত্ব করেন ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), মাদারীপুর।
সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়ের গবেষণা কর্মকর্তা এস এম শিপন উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।
সেমিনারে আলোচকেরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর প্রয়োগের উপর জোড় দিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও স্বাদু পানির মাছ নিরাপদভাবে উৎপাদনের চ্যালেঞ্জ ও করনীয় নিয়ে আলোচনা করা হয়।