সাংবাদিকদের সরিয়ে দিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : পাটুরিয়াঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো অভিযান চলে। সকাল সাড়ে ৭টায় এই অভিযান শুরু হলেও বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোনও যানবাহন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা। এদিকে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। এ সময় তিনি ঘাটে এসেই সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যেতে বলেন। পরবর্তীতে তিনি উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনাস্থল থেকে নিজেই ধাক্কা দিয়ে গণমাধ্যমকর্মীদের সরিয়ে দেন বলেও অভিযোগ উঠেছে। পরে অবশ্য তিনি সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসছে। সেটি বিকাল নাগাদ পৌঁছার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ফেরিতে থাকা চারটি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে বেসরকারি কোনও উদ্ধারকারী জাহাজের সহযোহিতা নেওয়া হতে পারে বলেও ধারণা দেন তিনি।


বিজ্ঞাপন