টেকনাফে ২৮,৪৮৫ পিস ইয়াবা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ২৯ অক্টোবর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৮৫,৪৫,৫০০/- (পঁচাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ২৮,৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৯ অক্টোবর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ ৬নং বিজিবি এমজি পোষ্ট হতে আনুমানিক ১ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে সী বীচ এলাকায় গোপনে আঁড় নিয়ে টহল কার্যক্রম পরিচলনা করছিল।

আনুমানিক দুপুর ১ টার সময় টহলদল বর্ণিত এলাকার কেয়া বাগানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৮৫,৪৫,৫০০ (পঁচাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ২৮,৪৮৫ (আটাশ হাজার চারশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উল্লেখ্য, তৎক্ষনাত উক্ত স্থানে কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি।