দি এমসিসিএইচএসএল’র ৩৪তম এজিএম অনুষ্ঠিত

অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বৃহত্তম সমবায়,গৃহায়নের সর্ব বৃহৎ সমবায় এবং খ্রীষ্টান সমাজের বৃহত্তম সমবায় দি মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:( দি এমসিসিএইচএসএল) এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ২৯ অক্টোবর শুক্রবার গাজীপুরের কালীগঞ্জস্থ কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। দি এমসিসিএইচএসএল’র চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় উপস্থিত ছিলেন গেস্ট অব অনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি,বিশেষ অতিথি ঝর্ণা গ্লোরিয়া সরকার এমপি,মেহের আফরোজ চুমকি এমপি,সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: হারুন অর রশিদ বিশ^াস ও সমবায় অঙ্গনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মি. আগষ্টিন পিউরীফিকেশন এর চেয়ারম্যান পদে টানা তিন মেয়াদ দায়িত্বকালে সমিতি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তার দায়িত্ব পালনকালে তিনি নিজে সমবায় অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ীর পুরষ্কার পেয়েছেন । আবার দি এমসিসিএইচএসএল শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৪৭২৯ জন,পরিসম্পদ প্রায় ১৯০৫ কোটি ১৯ লাখ টাকা।নিজস্ব প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’ সহ পূর্ব তেজতুরীবাজার, পাগাড়, নদ্দা, হাসনাবাদ, গোল্লা নিজস্ব সেবাবুথ ও অন্যান্য এলাকায় সেবাবুথ সমূহের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সমিতির বর্তমানে মোট প্লট সংখ্যা ৪০৯৮টি, এরমধ্যে বরাদ্দকৃত ১১৯০টি ও রেজিষ্টিকৃত ৮২০টি। এ পর্যন্ত নীড়-১২৯ ফ্ল্যাট প্রকল্পে মোট ফ্ল্যাট সংখ্যা ১১৬৩টি। এরমধ্যে বরাদ্দকৃত ফ্লাট ৩৩৫টি ।


বিজ্ঞাপন