নিজস্ব প্রতিনিধি : সোমবার ১ নভেম্বর সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দঃ কাগজীপাড়া ওয়ার্ডে একটি জুস ফ্যাক্টরিতে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
লাইফ পিওর ওয়াটার নামক ফ্যাক্টরিটিতে মনিটরিং কালে দেখা যায় যে, তারা ম্যাংগো ড্রিংক, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, আইস ললি, মিনারেল ওয়াটার তৈরি ও বাজারজাত করছে।
কিন্তু তারা কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেন নাই। বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন ড্রিংকসের বোতলে কিন্তু বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ করেনি।
কোন কেমিস্ট ও ল্যাবরেটরি নেই, নিজেরাই ক্যামিকেল ও অন্যান্য দ্রব্য মিশিয়ে ড্রিংকস তৈরি করছেন।
মিনারেল ওয়াটার বোতলজাত করে বিক্রি করছেন ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন কিন্তু বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ করেনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০,০০০ জরিমানা করা হয় এবং সাময়িক ভাবে বন্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।