স্টেশনারি দোকানে জাল সনদ বিক্রি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর এলাকা থেকে জাল সনদ তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রোববার মো. আবুল হাশেম (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। সোমবার সকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।
মাজহারুল ইসলাম বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর এলাকা থেকে আবুল হাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি জাল সনদ, একটি সিপিইউ, একটি পেনড্রাইভ, ৪টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে হাশেম জানায়, সে দীর্ঘদিন ধরে রূপনগরে কম্পিউটার ও স্টেশনারির দোকান দিয়ে ব্যবসা করছে। সে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র জাল করে ছাপিয়ে তা বিভিন্ন লোকজনের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে আসছিল।


বিজ্ঞাপন