উপলব্ধি’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি : রবিবার চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অবস্থিত ‘উপলব্ধি’ শিশু নিবাসে আয়োজিত হয় প্রতিষ্ঠানটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী।


বিজ্ঞাপন

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘উপলব্ধি’র চেয়ারম্যান এম সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন

সিএমপি কমিশনার এসময় ‘উপলব্ধি’র সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সরকার অনুমোদিত সমাজসেবা মূলক একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান ‘উপলব্ধি’। হারিয়ে যাওয়া, স্বজনহীন অসহায়, ঠিকানাবিহীন ভাসমান মেয়ে শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠান।

সম্পূর্ণভাবে স্থানীয় হৃদয়বান ব্যাক্তিদের আর্থিক সহযোগিতায় এটি পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৬৫ জন মেয়ে শিশু রয়েছে। যারা অধিকাংশই নিজ ঠিকানা জানে না।

এমন কি, এ ধরাধামে তাদের কেউ আছে কিনা তাও অনেকে সঠিক ভাবে বলতে পারে না! ‘উপলব্ধি’ তাদের একমাত্র বসতবাড়ি, একমাত্র ঠিকানা।

প্রতিষ্ঠানটি চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার এলাকায় কোতোয়ালী থানাধীন একটি ভাড়াকৃত বাড়িতে অবস্থিত। এখানে থেকেই এই শিশুরা শহরের বিভিন্ন স্কুলে লেখাপড়া করে। শুধু লেখাপড়া ছাড়াও খেলাধূলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতায় তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

এই প্রতিষ্ঠানের চারজন মেয়ে বর্তমানে এস এস সি পরীক্ষার্থী, ছয়জন মেয়ে সরকারি গার্লস হাই স্কুলে মেধা তালিকায় পড়ার সুযোগ পেয়েছে।

একাধিক মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি নিয়ে পড়াশুনা করছে। অধিক বই পড়ার জন্য প্রতি বছর বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এই শিশুরা পুরষ্কৃত হচ্ছে।

তাদের আলোকোজ্জ্বল চোখ আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে তারা একদিন বড় হবে, অনেক বড়। নবজাতক শিশু থেকে শুরু করে সব বয়সের শিশুদের থাকার ব্যবস্থা আছে এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে।

এসময় সিএমপি কমিশনার প্রতিষ্ঠানের শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ‘উপলব্ধি’র সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।