চেয়ারম্যান প্রার্থী আবু তাহের এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপি’র নির্বাচন ২৬ ডিসেম্বর । এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের।অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আবু তাহের তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।শুক্রবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।এ সময় তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব-যাকে ইচ্ছা তাকে দেব’- মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে এবারের নির্বাচনে এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। নির্বাচন ও ভোটাধিকার নিয়ে অতীতের সব বিতর্কের অবসান ঘটিয়ে মহাদান ইউনিয়নে নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে জাতীয়ভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে চাই।আবু তাহের বলেন, আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র অনুযায়ী ভোটাধিকারের মাধ্যমেই ইনশাআল্লাহ জয়ী হব।তিনি আরও বলেন আমি ডিজিটাল ইউনিয়ন গড়ব ইনশাআল্লাহ। মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিব।তিনি তার ইশতেহারে নিরপেক্ষ ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করা, সালিশ বাণিজ্য বন্ধ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন বন্ধ, , অসমাপ্ত কাজ সমাপ্তের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করা ইত্যাদি তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন