নিজস্ব প্রতিবেদক ঃ একটি সিন্ডিকেট ইমো আইডি হ্যাক করে বিকাশ প্রতারনায় বিপুল পরিমাণ অর্থ আত্নসাৎ করে আসছিল।এ চক্রটি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের টার্গেট করে ইমোতে যোগাযোগ করে। নারী পরিচয়ে ফেসবুক আইডি খোলে।
কৌশলে ওটিপি নিয়ে ইমো আইডির দখল নেয়। ইমো আইডিতে একান্ত ব্যক্তিগত ছবির দখল নিয়ে ব্ল্যাকমেইল করে তারা।
হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এই টাকার পরিমাণ ২০ হাজার থেকে দুই আড়াই লাখ টাকা পর্যন্ত হয়।
এমন অভিযোগ প্রাপ্তির পর সিআইডি সাইবার পুলিশ সেন্টার ইন্টেলিজেন্স ইউনিটের একটি টিম অভিযানে নামে।
তথ্য সংগ্রহ এবং প্রাথমিক অনুসন্ধানে এ কার্যক্রমের সত্যতা পায় টিম। চক্রটিকে সনাক্ত করে অপারেশন চালানো হয় ঢাকা-নাটোর এবং রাজশাহী জেলায়।
প্রতারনা এবং ব্ল্যাকমেইলের সাথে জড়িত থাকার অপরাধে হুসাইন আলী (১৯), সুমন আলী (২৩), তরিকুল ইসলাম (২১), শান্ত আলী (১৯) ও সাদ্দাম এবং হোসেন (১৯) এই পাঁচজনকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার টিম।প্রত্যেক আসামি আজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।