দুদকে সিওএসপি এর ৯ম সম্মেলন পরবর্তী করণীয় বিয়য়ক আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ গত ১৩ ডিসেম্বর, থেকে ১৭ ডিসেম্বর, পর্যন্ত মিশরের শারম-আল-শেইখে UNCAC Conference of the States Parties (CoSP) – এর নবম সম্মেলনের আলোকে পরবর্তী করণীয় ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য বুধবার ২৯ ডিসেম্বর, বেলা ৩ টায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সচিব এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় নবম cosp সম্মেলনের আলোকে পরবর্তী করণীয় নির্ধারণ; বাংলাদেশের দুর্নীতি বিরোধী কর্মকৌশল প্রণয়ন; Mutual Legal Assistance বিষয়ক কার্যক্রম সমন্বয়; বাংলাদেশের UNCAC Implementation Review প্রতিবেদন; সমঝোতা স্মারক প্রণয়ন ও স্মাক্ষর, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং Non Conviction based Confiscation বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি দমন কমিশনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ ও বাংলাদেশ ফিন্যাসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সকলে একযোগে দুর্নীতি প্রতিরোধে নবম cosp সম্মেলনের কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।