নিজস্ব প্রতিবেদক ঃ গত বুধবার আনুমানিক ১০ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আল আনসার ফুডকে নগদ- ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, সুপার মর্নিং ব্রেড এন্ড বিস্কুট ফেক্টরীকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মেগি ব্রেড এন্ড বিস্কুটকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, কেএম মেটালসকে নগদ- ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা, আলম ক্যাবলস ইন্ডাষ্ট্রিজকে নগদ- ২৫,০০০ (পচিঁশ হাজার) টাকা, রনি মেটালস ইন্ডাষ্ট্রিজকে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মদিনা কপারকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও ওয়ান স্টার ক্যাবলসকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা করে ০৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট= ২০,২৫,০০০ (বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন বৈদ্যুতিক তার জব্দ ও ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ভেজাল খাদ্য ধ্বংশ করা হয়।