বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন কর্তৃক ৩১,৮৯,৫০০ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১ জানুয়ারি, রাত সাড়ে ১২ টায় বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ খারনই বিওপি’র হাবিলদার মোঃ শামসুর রহমান এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।


বিজ্ঞাপন

তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

বিজিবি‘র টহলদল ঘটনাস্থল হতে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৩৬০০ পিস, ভারতীয় স্কীন শাইন ক্রীম-৮১০০ পিস, ভারতীয় কিটকাট চকলেট-৩১৫০ পিস এবং ভারতীয় ডার্ক চকলেট-৫২০ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৩১,৮৯,৫০০ (একত্রিশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত) টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।