মামুন মোল্লা ঃ শনিবার ১লা জানুয়ারী, ১৪ তম ঐতিহ্যবাহী খুলনা নৌকা বাইচ-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা।
র্যালিটি সকাল সাড়ে ১০ টায় খুলনা শিববাড়ী মোড় হতে বের হয়ে খুলনা শহীদ হাদিস পার্ক চত্তরে এসে শেষ হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)