মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আলাউদ্দিন হালিম কে জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় হালিম তৈরির কারখানায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

আলাউদ্দিন হালিম (দর্পনা হলের সামনে হালিম বিক্রি করে) নামক হালিমের কারখানায় মনিটরিং কালে দেখা যায় যে, খাশি বা ছাগলের উচ্ছিষ্ট ছাট ব্যবহার করে হালিম তৈরি করে খাশির হালিম নাম দিয়ে বিক্রি করা হচ্ছে , প্রতিষ্ঠান টি কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেনি, নোংরা অপরিচ্ছন্ন ফ্রিজে মাংসের ছাট সংরক্ষণ করা হচ্ছে, পুরনো বাসি হালিম পরবর্তীতে বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান টিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।